শিবস্ততি
হর হর হর গঙ্গাধর চন্দ্রচূড় শঙ্কর
পিনাকধর বাঘাম্বর উমেশ্বর দয়া কর।
ভূতনাথ ত্রিদশনাথ দীননাথ দয়াল হে
আশুতোষ ক্ষণরোষ হরদোষ কৃপাময়ে ।
জটাজাল কপালমাল মহাকাল উমাপতে
সোমনাথ গণনাথ বিশ্বনাথ নমোস্তুতে।
নাগেশ্বর প্রলয়ঙ্কর ভীমেশ্বর পাহিমে
দোষহর গ্রীবাগর রক্ষাকর দেবহে ।
রজতগিরি সমান তণু চন্দ্রচাপ শিখরে
প্রসন্নানন চতুর্ভুজ নিখিলভয় হরন করে।
পরশুধর বরাভীতি হর ত্র্যম্বক হে সুন্দর
জগদ্বীজ আদি প্রভূ হে কৃত্তিবাস যশস্কর।
বন্দে চরণ সুরাসুর মুনিগনজন মানবে
শীতল অমিয় তুমি প্রভূ হে সুব্রত হৃদিবাড়বে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন