শুক্রবার, ১৮ মে, ২০১৮

Viru prem - - bengali poem

                  ভীরু প্রেম
             সুব্রত মজুমদার
জীবনে যতেক হেনেছ আঘাত হৃদয়-মনে
দিইনি ফিরায়ে তার কিছু আমি তোমার পানে।
তিয়াসায় কেঁদে যখন চেয়েছি জলের কণা
দিয়েছো তখন পানপেয়ালায় আগুনহানা
                                     -- কালকুট বিষ।
                                     তোমার আশীস --
যখন চেয়েছি, হে নিঠুর মোর, -- হে প্রীয়তম,
কাছে ডাকোনাই দিয়েছো সরায়ে হে মনোরম।
যত ভালোবাসি যত কাছে যাই আকুল হয়ে
তত দুরে যাও, আরও দুরে দুরে বেদনা দিয়ে ।
হে প্রীয় আমার হৃদয়ের কথা তুমি তো জানো,
দুরে থেকে তবু আজও হৃদয়েতে পরশ হানো।
কবে তোমাতে মিলিব দুর হবে তৃষা,
উথলি উঠিবে ভীরু ভালোবাসা,
আমার আমি যে হারাবোতোমাতে
হৃদয়ের ক্ষত শুকাবে হিয়াতে
রবেনাকো মোর কোন পরিচয় আর।
আমি শুধুই তোমার ,শুধুই তোমার  ।।

1 টি মন্তব্য: