নেতাজী
সুব্রত মজুমদার
ডুবেছিল লাল রবি ঐ পূতঃ গঙ্গায়, -
গোরাদের বেয়নেট চকমক চমকায় ।
ওঠে রব কলরব উষ্ণ এ শিরাতে
ঘুম নেই, ঘুম নেই আঁধেরা এ রাতে।
হঠাৎ উঠল রবি উড়িয়ার কটকে,
রাখবি আটকে তারে জেলে কিবা ফাটকে ?
দেখ ছুড়ে ফেলে দেয় বিদেশীর নোকরি
গর্জায় সিংহ, - ভয় পায় বখরি।
ভয় পায় ইংরেজ সুভাষের দাহাড়ে,
'জয় হিন্দ' ধ্বনি ওঠে ইম্ফল পাহাড়ে।
একপাশে নেতাজীর যত বীর সেনানী
আর দিকে মার্কিন ব্রিটিশের কাঁপুনি।
'দাও খুন দাও খুন, আমি দেব আজাদী' -
হাঁকে বীর ; - স্হির থাকে দিল্লির রাজা কি ?
শহীদ স্বরাজ দ্বীপে তিরঙ্গা উড়িয়ে
বাংলার ছেলে গেল এ হৃদয়ে হারিয়ে।
দেশের সবার হিয়ে এক নাম - 'নেতাজী'
চোখেতে দেখিনি তবু হৃদয়েতে দেখেছি।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন