শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

জগদ্ধাত্রী পঞ্চকম

শ্রীশ্রীজগদ্ধাত্রীপঞ্চকম্ 
মাতর্নমস্তে  জগদম্বিকে শিবে !
   ওঁ দুং দুর্গা সদা দুর্গতিনাশিনীশ্বরী ।
ত্বমাদিশক্তির্ভুবনেষু কীর্ত্তিতা
      ব্রাহ্মী ভবানী চ বিভাসি বৈষ্ণবী ॥ ১॥
সংহারণং ত্বং  কুরু সিংহবাহনা
      হিংসাপরাণাং  অসুরাদি-রাক্ষসাম্ ।
সংসার-সন্মার্গ-বিধৌ কৃপাময়ী
      কালী সমেষাং দহ পাপ-কল্মষম্ ॥ ২॥
আয়াহি দুর্গে ! বরদা মহায়ুধা
      হে দুষ্ট-বিধ্বংসিনি ! ধর্মধারিণী ।
গঙ্গাধরার্ধাঙ্গি ! নিধেহি মঙ্গলং
      তবানুকম্পা  হৃদয়ং পুনাতু নঃ ॥ ৩॥
অস্মাকমন্তঃকরণ-প্রদূষণং
      ভস্মীকুরু ত্বং  তমসাং নিরাসিনী ।
শর্বাণি ! সর্বাণি  পবিত্রয় স্বয়ং
      প্রসার্য পর্যাবরণং সুনির্মলম্ ॥ ৪॥
ত্বং সর্বভূতে জননী বিরাজিতা
      জৈত্রী সুগাত্রী  গিরিরাজ-নন্দিনী ।
স্বান্তে জনানাং  ভব শান্তি-সৌখ্যদা
      পাদারবিন্দে তব নঃ সুবন্দনম্ ॥ ৫॥
ইতি কুলধারা তন্ত্রে ঈশ্বর ঈশ্বরী সংবাদে শ্রী শ্রী মহাদুর্গা পঞ্চকম সমাপ্তা।।
জয় মা জগদ্ধাত্রীমহাদুর্গা।।

( সুব্রত মজুমদার কৃত বাংলা অনুবাদ )

মাত শঙ্করী শিবে জগদম্বে
দুর্গতিনাশিনী দুর্গে অম্বে।
দুং বীজ সম্ভূতে দুর্গতিহারা
তুমি ভূবনেশ্বরী ঈশ্বরী তারা।
আদি শক্তি তুমি ব্রাহ্মী ভবানী
বৈষ্ণবী মাত জগৎপালিনী। ১।
সিংহবাহিনী  মাতা সংহার দানবে
পাপকল্মষ হর ত্রাণ কর মানবে।
সংসার সাগরে তরণী ত্রাতা 
দহ পাপ হর শোক হে জগন্মাতা। ২।
হে দেবী দুর্গে বরদে শুভদে
দুষ্ট বিনাশিনী সুশোভিত আয়ুধে।
গঙ্গাধরপ্রিয়ে মঙ্গলা শোভনা
নিবাস হৃদয়ে পুরয় কামনা।৩।
পাপ তাপ হর জাহ্নবী বিমলে
শর্বাণি শঙ্করী জননী কমলে।
হৃদয় কল্মষ দহ হে জননী
মুক্তিদা গতিদা কমলেকামিনী। ৪।
সর্বভূতা দেবী বিজয় বিদাত্রী
গিরিরাজ-নন্দিনী ত্রিভূবনকর্ত্রী।
ত্রিভূবন শাসিনী ক্রোধিনী স্বান্তে
অভয়চরণরজে মুক্তিদ শান্তে। ৫।
কুলধারা তন্ত্রে ঈশ্বর বচনে
শ্রীদুর্গা মাহেশ্বরী পঞ্চক রচনে।
বঙ্গভাষাপরি অনূদিত বিমল
সুব্রত ধ্যায়ে শঙ্করী পদকমল।।
শ্রবণ মঙ্গল পঠন মঙ্গল
বিজয় সুখ সৌভাগ্য অবিরল।।
হরষিত দুর্গে দেবী জগদ্ধাত্রী
নাশে রোগশোক মুক্তিদাত্রী।। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন