বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

পিতৃস্তোত্র ব্যাস উবাচ

                         পিতৃস্তোত্র


                         ব্যাস উবাচ

ওঁ নমঃপিত্রে জন্মদাত্রে সৰ্বদেবময়ায় চ।

সুখদায় সুপ্রসন্নায় সুপ্রীতায় মহাত্মনে।।

সর্বযজ্ঞস্বরূপায় স্বর্গায় পরমেষ্ঠিনে।

সর্বতীর্থাবলোকায় করুণাসাগরায় চ।।

নমঃ সদাশুতোষায় শিবরূপায় তে নমঃ।

সদাপরাধক্ষমিণে সুখায় সুখদায় চ৷৷

দুর্লভং মানুষামিদং যেন লব্ধং ময়া বপুঃ ।

সম্ভাবনীয়ং ধর্মার্থে তস্মৈ পিত্রে নমো নমঃ॥

তীর্থস্নাতপোহোমজপাদি যস্য দর্শনম্ ।

মহাগুরুোশ্চ গুরুবে তস্মৈ পিত্রে নমো নমঃ॥

যস্য প্রণামস্তবনাৎ কোটিশঃ পিতৃতর্পণম্ ।

অশ্বমেধশতৈস্তুল্যং তস্মৈ পিত্রে নমো নমঃ॥

(বৃহদ্ধর্ম্মপুরাণ, পূর্বখণ্ড,২. ২৩-২৮)

অর্থ - 

যিনি সর্বযজ্ঞস্বরূপ, যিনি স্বর্গ, যিনি পরমেষ্ঠী  অর্থাৎ সত্যলোকে স্থিত, যিনি সর্বতীর্থ দর্শনের ফলস্বরূপ, নিখিল সুখ প্রদান করেন, সেই সর্বদেবময় জন্মদাতা করুণাসাগর মহাত্মা পিতাকে নমস্কার।

যিনি সুপ্রীতি এবং প্রসন্ন হলে সতত অপরাধ ক্ষমাকারী, আশু সুখদাতা, সুখ ও শিবস্বরূপ পিতাকে নমস্কার। ধর্মকার্যের দুর্লভ দেহ আমি যার কৃপায় পেয়েছি, সেই পিতাকে নমস্কার।

যাকে দেখলেই তীর্থস্নান, তপস্যা, হোম এবং জপাদির ফল লাভ হয়, মহাগুরুর গুরু সেই পিতাকে বারবার নমস্কার। যাঁর প্রণাম স্তব কোটি কোটি পিতৃ তর্পণের তুল্য এবং বহুশত অশ্বমেধ যজ্ঞের তুল্য, সেই পিতাকে বারবার নমস্কার।