হুংহুংকারে শবারূঢ়ে নীলনীরজলোচনে।
ত্রৈলোক্যৈক মুখে দেবী কালিকায়ৈ নমোস্তুতে।।
প্রত্যালীঢ় পদে ঘোরে মুণ্ডমালা প্রলম্বিতে।
খর্ব্বে লম্বোদরে ভীমে কালিকায়ৈ নমোস্তুতে।।
নবযৌবনসম্পন্নে গজকুম্ভকামাস্তনি।
বাগেশ্বরী শিবে শান্তে কালিকায়ৈ নমোস্তুতে।।
লোলজিহ্বে হরালোকে নেত্রত্রয় বিভূষিতে।
ঘোরহাস্যৎ করে দেবী কালিকায়ৈ নমোস্তুতে।।
ব্যাঘ্রচর্ম্মাম্বর ধরে খড়গকর্ত্তৃ করে ধরে ।
কপালেন্দীবরে বামে কালিকায়ৈ নমোস্তুতে।।
নীলোৎপলজটাভারে সিন্দুরেন্দু মুখোদরে।
স্ফুরদবক্ত্রোষ্ঠ দশনে কালিকায়ৈ নমোস্তুতে।।
প্রলয়ানলধূম্রাভে চন্দ্রসূর্যাগ্নি লোচনে।
শৈলাবাসে শুভে মাতঃ কালিকায়ৈ নমোস্তুতে।।
ব্রহ্মাশম্ভুজলৌধেতু শবমধ্যে প্রসংস্থিতে।
প্রেতকোটিসমাযুক্তে কালিকায়ৈ নমোস্তুতে।।
কৃপাময়ি হরে মাতঃ সর্ব্বাশাপরিপূরিতে।
বরদে ভোগদে মক্ষে কালিকায়ৈ নমোস্তুতে।।
| ইত্যুত্তর তন্ত্রে শ্রী কালীকা স্তোত্রম্ সম্পূর্ণম্ |