(আরও দেখুন - সূচিপত্র )
দীপাবলীর উপলক্ষে পঞ্চোৎসব পালন করা হয়। এগুলি হল যথাক্রমে ধনতেরাস , নরকচতুর্দশী , দীপাবলী, গোবর্ধনপুজা ও ভাইফোঁটা । গোবর্ধনপুজা বা গরুর পরব হল হিন্দু ক্যালেন্ডারের তুলারাশির শুক্লপক্ষের প্রথম দিন। আদিবাসী সমাজে আবার এই উৎসব বাঁদনা পরব বা সহরায় উৎসব নামে পরিচিত । কথিত আছে এই দিনই ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনবাসীর সাথে মিলে গিরিরাজ গোবর্ধন এর পুজা করেন।
কৃষিনির্ভর সমাজে গরু, মোষ ইত্যাদি গৃহপালিত পশুর গুরুত্ব অপরিসীম। গোবর্ধনপুজা বাঁষষ এদের উদ্দেশেই নিবেদিত। এই দিন গরুকে স্নান করিয়ে নানা রঙে অলঙ্কৃত করা হয়, সিং–এ সিঁদুর দেওয়া হয়, যথাসাধ্য ভালোমন্দ খাওয়ানো হয়। রং করার জন্য গিরি মাটি, আতপচাল বাঁটা, হলুদ ইত্যাদি ব্যবহার করা হয়। তবে গর্ভবতী গাভীর গায়ে রং দেওয়া হয় না। বিকাল বেলায় গরুর পা ধুইয়ে গায়ে রং এর ছাপ দেওয়া হয়। খেতে দেওয়া হয় সদ্য পাকা ধানের শীষ ও শাঁওলতা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন