বুধবার, ২০ জুন, ২০১৮

Jamai sasthi

অরণ্য ষষ্ঠী বা জামাইষষ্ঠী




 জামাইষষ্ঠীর আরেক নাম অরণ্য ষষ্ঠী। আসুন জানি সেই কথা।  
এক বুড়ির  ছোটবৌটির খুব মিথ্যে বলার অভ্যাস ছিল । নিজে চুরি করে খায় আর রোজ রোজ একটি পোষা কালোবিড়ালির নামে দোষ দেয়। 
কালোবিড়ালি মা'ষষ্ঠীর বাহন। সে গিয়ে নালিশ করলে মা ষষ্ঠী ছোটবৌ'কে শাস্তি দেবার কথা ভাবেন। 

ছোটবৌ ফুটফুটে পুত্র সন্তান প্রসব করে আর কালোবিড়ালি সেই সন্তান মুখে করে নিয়ে রেখে আসে বনে জঙ্গলে। এইভাবে একে একে ছোটবৌ গোটা সাতবার গর্ভ ধারণ করে পুত্র সন্তানের জন্ম দেয় আর সব কটি পুত্র কালোবিড়ালির খপ্পরে পড়ে । এবার ছোটবৌ কন্যা সন্তানের জন্ম দেয়। কিন্তু সেই প্রসবটি হল সকলের অলক্ষ্যে, জঙ্গলের মধ্যে। কিন্তু তবুও কালোবিড়ালির চোখ এড়ালোনা।  সে যথারীতি মুখে করে রেখে এল কন্যাশিশুটিকে। 

তখন ছোটবৌ আর না পেরে মা ষষ্ঠীকে ডাকতে লাগল। তিনি এদিকে আগের সেই সাতটি পুত্র ও আর এক কন্যাকে লালন করতে শুরু করেছেন। ছোটবৌকে শিক্ষা দেবার জন্য তাকে বললেন 
" তুমি অন্যের নামে মিথ্যে অপবাদ দিয়েছিলে বলে ঐ কালোবিড়ালি রাগ করে তোমার সবকটি সন্তানকে আমার কাছে রেখে গেছে। তুমি তার পায়ে ধরে ক্ষমা চাও তবে সকলকে ফিরে পাবে"

ছোটবৌ কালোবিড়ালিকে আদর করে ডেকে এনে তাকে মাছ-দুধ খাইয়ে তুষ্ট করলে আর ক্ষমা চেয়ে বললে তার সন্তানদের ফিরিয়ে দিতে। কালোবিড়ালি বললে
" জৈষ্ঠ্যমাসের শুক্লপক্ষে ষষ্ঠীর পুজো করো। তোমার সন্তানরা সকলে সুস্থ থাকবে আর মা ষষ্ঠী সকলকে ফিরিয়ে দেবেন।"
>

তদ্দিনে ছোটবৌয়ের সাতছেলে-সাতবৌ আর কন্যা সহ একটি জামাই নিয়ে ভরভরন্ত সংসার। মা ষষ্ঠীর অরণ্যের ঘেরাটোপে ছেলেপুলে গুলি বেঁচেবর্তে ছিল বলে অরণ্যষষ্ঠী নাম এর। আর ছেলে-বৌ-মেয়ে-জামাই সকলের মঙ্গল কামনা করেই এই ষষ্ঠী।
প্রাচীনকালে জামাই ষষ্ঠী বাঙালি সমাজে উৎসবের আমেজ ছড়িয়ে দিতো প্রতিটি বাঙালির ঘরে-ঘরে।
তবে মানসিকতার পরিবর্তন, পারিপার্শিক ও সামাজিকতার কারণে এ অবস্থাটা এখন ততটা নেই। শুধু মুষ্টিমেয় শাশুড়ি মায়েরা জামাই ষষ্ঠী উৎসবটি ধরে রেখেছে কোন মতে। যার আবহ এখনো গ্রামীণ জীবনে খুঁজে পাওয়া যায়। বছরে অন্তত একবার এই দিনটির জন্য জামাই যেমন অপেক্ষা করে, তেমনি শাশুড়ি জামাইকে সংবর্ধনা জানানোর জন্য দিন গোণে।
জামাই নতুন হোক বা পুরাতন হোক তাতে কিছু যায় আসে না। শাশুড়ির কাছে সে সমান আদর পাবে এটাই বাস্তবতা। শাশুড়ি যতদিন বেঁচে থাকেন জামাই ষষ্ঠীর দিন শাশুড়ির কাছ থেকে জামাই নতুন কাপড়-চোপড়, আদর-আপ্যায়ন, পারিতোষিক ও সংবর্ধনা পাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন