মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

রাম কৃত কাত্যায়নী স্তুতি

রাম কৃত কাত্যায়নীস্তুতিঃ (অনুবাদ সমেত)

           শ্রীরাম উবাচ

নমস্তে ত্রিজগদ্বন্দ্যে সংগ্রামে জয়দায়িনি ।
প্রসীদ বিজয়ং দেহি কাত্যায়নি নমোঽস্তু তে ॥ ১॥

সর্বশক্তিময়ে দুষ্টরিপুনিগ্রহকারিণী ।
দুষ্টজৃম্ভিণি সঙ্গ্রামে জয়ং দেহি নমোঽস্তু তে ॥ ২॥

ত্বমেকা পরমাশক্তিঃ সর্বভূতেষ্ববস্থিতা ।
দুষ্টান্সংহর সঙ্গ্রামে জয়ং দেহি নমোঽস্তু তে ॥ ৩॥

রণপ্রিয়ে রক্তভক্ষে মাংসভক্ষণকারিণি ।
প্রপন্নার্তিহরে য়ুদ্ধে জয়ং দেহি নমোঽস্তু তে ॥ ৪॥

খট্বাঙ্গাসিকরে মুণ্ডমালাদ্যোতিতবিগ্রহে ।
য়ে ত্বাং স্মরন্তি দুর্গেষু তেষাং দুঃখহরা ভব ॥ ৫॥

ত্বত্পাদপঙ্কজাদ্দৈন্যং নমস্তে শরণপ্রিয়ে ।
বিনাশায় রণে শত্রূন্ জয়ং দেহি নমোঽস্তু তে ॥ ৬॥

অচিন্ত্যবিক্রমেঽচিন্ত্যরূপসৌন্দর্যশালিনি ।
অচিন্ত্যচরিতেঽচিন্ত্যে জয়ং দেহি নমোঽস্তু তে ॥ ৭॥

য়ে ত্বাং স্মরন্তি দুর্গেষু দেবীং দুর্গবিনাশিনীম্ ।
নাবসীদন্তি দুর্গেষু জয়ং দেহি নমোঽস্তু তে ॥ ৮॥

মহিষাসৃক্প্রিয়ে সঙ্খ্যে মহিষাসুরমর্দিনি ।
শরণ্যে গিরিকন্যে মে জয়ং দেহি নমোঽস্তু তে ॥ ৯॥

প্রসন্নবদনে চণ্ডি চণ্ডাসুরবিমর্দিনি ।
সঙ্গ্রামে বিজয়ং দেহি শত্রূন্ জহি নমোঽস্তু তে ॥ ১০॥

রক্তাক্ষি রক্তদশনে রক্তচর্চিতগাত্রকে ।
রক্তবীজনিহন্ত্রী ত্বং জয়ং দেহি নমোঽস্তু তে ॥ ১১॥

নিশুম্ভশুম্ভসংহন্ত্রি বিশ্বকর্ত্রি সুরেশ্বরি ।
জহি শত্রূন্ রণে নিত্যং জয়ং দেহি নমোঽস্তু তে ॥ ১২॥

ভবান্যেতত্সর্বমেব ত্বং পালয়সি সর্বদা ।
রক্ষ বিশ্বমিদং মাতর্হত্বৈতান্ দুষ্টরাক্ষসান্ ॥ ১৩॥

ত্বং হি সর্বগতা শক্তির্দুষ্টমর্দনকারিণি ।
প্রসীদ জগতাং মাতর্জয়ং দেহি নমোঽস্তু তে ॥ ১৪॥

দুর্বৃত্তবৃন্দদমিনি সদ্বৃত্তপরিপালিনি ।
নিপাতয় রণে শত্রূঞ্জয়ং দেহি নমোঽস্তু তে ॥ ১৫॥

কাত্যায়নি জগন্মাতঃ প্রপন্নার্তিহরে শিবে ।
সঙ্গ্রামে বিজয়ং দেহি ভয়েভ্যঃ পাহি সর্বদা ॥ ১৬॥

শ্রী শ্রী  মহাভাগবতপুরাণে শ্রীরামকৃতা কাত্যায়নীস্তুতিঃ সম্পূর্ণম॥


বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

সত্যনারায়ণের ব্রতকথা (স্কন্দপুরাণ )

                           সত্যনারায়ণের ব্রতকথা
                             স্কন্দপুরাণ রেবাখণ্ড

                            সূত-শৌনক সংবাদ
বন্দি দেব গজানন প্রথমে করি স্মরণ স্মরি যারে সর্ববাধা নাশ।
জগতের পিতামাতা বন্দি শিব-শৈলসুতা যার বরে এ কথা প্রকাশ।। 
নমি দেবী সরস্বতী জিহ্বায় কর বসতি প্রণমামি শ্রী সহ শ্রীনাথ।
বন্দি যত ঋষিগণ শ্রীগুরু করি স্মরণ যত দেবদেবী বন্দি সাথ।।
স্কন্দপুরাণের কথা রেবাখণ্ডে উল্লেখিতা সূতমুখে শুন সর্বজন।
কি লাভ এ নরলোকে কি মাহাত্ম্য কি সুখে পুজিলে সত্যনারায়ণ ।।
শৌনকাদি যত ঋষি নৈমিষারণ্যেতে বসি শাস্ত্রাদি করেন আলোচন।
হেনকালে সূতবর শিষ্য সাথে অনন্তর উপস্থিত হলেন সেই স্থান।। 
পাদ্য অর্ঘ্য দিয়ে ঋষি কহেন, হে জ্ঞানশশী কৃপাকরে বলুন অনিবার।
আগত এ কলিকালে পাপকর্ম বিস্তারিলে কেমনে হবে জগত উদ্ধার।। 
স্বল্প আয়ু বেদহীন মূর্খ প্রগলভ দীন হরিভক্তি নাহি রবে হায় ।
কেমনে কলির জীবে মহাপাপে উদ্ধারিবে, কৃপাকরে বলহ উপায়।।
শুনিয়া শৌণক কথা সূত কহে এ বারতা শুনিয়াছি নারদ বচনে।
একদা কমলাপতি ক্ষীরোদ সাগরে স্থিতি শ্রী-শ্রীপতি ব্যস্ত আলোচনে।।
মন্দ মন্দ বহে বায় শ্রীঅঙ্গ সৌরভ ধায় চতুর্দিকে কমল আলয়ে। 
বীণাহাতে মুনিবর তথা এল সত্বর হরিগানে মুখরিত হয়ে।।
শঙ্খচক্রধর হরি চতুর্ভূজ সে মুরারী কি সুন্দর বনমালা গলে।
শ্যামবর্ণ স্মিতহাস কোটিসূর্য পরকাশ কমলা বসিয়া পদতলে।।
নারদ জুড়িয়া কর কহিল অনন্তর, হে প্রভু হে বাগমনোতীত।
সর্বরূপধর হরি ভক্ত আর্তি নাশকারী কর মম দুঃখের বিহিত ।।
করিলাম পর্যটন শসাগরা ও ভুবন দেখি জীব সদা দুঃখে মরে।
নানা পাপ করে করে নানা যোনী ঘুরে ঘুরে ভাসে সদা সন্তাপ সাগরে।।
বলো প্রভু কি উপায় কি ভাবে এ দুঃখ যায় বিষ্ণুভক্তি উপার্জে হৃদয়ে।
কহয়ে কমলাকান্ত, হে নারদ হও শান্ত শুন আমি বলি বিস্তারিয়ে।।
সত্যনারায়ণ ব্রত করিলে বিধিমত চতুর্বর্গ ফলপ্রাপ্তি ঘটে।
দুঃখ তার দূরে যায় বাঞ্ছিত ফল পায় দেশে দেশে খ্যাতি তার রটে।।
এ শুনিয়া মুনিবর বলে কহ পীতাম্বর কি রূপে হইবে এই ব্রত।
কি ফল হয় হে হরি বলহ কৃপাকরি কেমনে হও দেব প্রীত।।
কহিলেন জনার্দন দুঃখশোক বিনাশন ধনধান্য বাড়ে ব্রতফলে।
সৌভাগ্য বিজয় পায় আনন্দে উছলি গায় ব্রাহ্মণ-বান্ধব সাথে মিলে।। 
হয়ে শাস্ত্রপরায়ণ নৈবেদ্য দেয় হৃষ্টমন ক্ষীর আর কদলী সহিত।
গোধূমের চূর্ণ সাথে শর্করা বা গুড়  তাতে গোধূমাভাবে শালীচূর্ণ রীত।।
ব্রাহ্মণ দক্ষিণা পায় সর্বজন নৃত্যগায় প্রসাদ লয় হরষিত চিতে।
স্মরি সত্যনারায়ণ স্বগৃহে করে গমন বাঞ্ছাপূর্ণ হয় আচম্বিতে ।।
সত্যনারায়ণ কথা যেন অমৃতের স্রোতা পান করে ধন্য ভক্তজন।
দ্বিজ সুব্রত গায় রেবাখণ্ডে লেখা তায় এইখানে হইল সমাপন।।



ব্রাহ্মণের কথা
শ্রীভগবান কথা অপূর্ব এক গাঁথা বলি আজ শুন সর্বজনে। 
ছিল এক দ্বিজবর কাশীপুর ভিতর ভ্রমে মহী ভিক্ষার কারণে।।
ব্রাহ্মণের  দুঃখ হেরি জগৎ পালনকারী বৃদ্ধরূপে অবতীর্ণ হয়ে।
জিজ্ঞাসিল ব্রাহ্মণেরে, হে দ্বিজ কিসের তরে  থাক সদা নিরানন্দ হয়ে।।
দ্বিজ বলে ভাগ্য ফেরে বৃথা মরি ঘুরে ঘুরে না মেলে খানিক খুদকুঁড়া।
অন্নাভাবে ক্ষীণ দেহ দয়া না করয়ে কেহ দুঃখ মোর সুমেরুর চূড়া ।।
বৃদ্ধ কয় শোনো বিপ্র ঘরে যাও অতি শীঘ্র পুজা কর সত্যনারায়ণ।
সর্বদুঃখ দূরে যাবে বাঞ্ছিত ফল পাবে শ্রীহরির পদে দিলে মন।। 
শুনে দ্বিজ ফিরে যায় হরির মন্দির পায় ব্রত করে  নিষ্ঠাযুক্ত হয়ে।
সর্বদুঃখ দূরে গেল ধনসম্পত্তি পেল অন্তে গেল বৈকুণ্ঠ আলয়ে।।
এমতে প্রচারে কথা হয়ে সব ভক্তিযুতা মাসে মাসে পুজে নারায়ণে।
সুব্রতর কি আনন্দ রচিয়া পাঁচালি ছন্দ ব্রতকথা সত্যনারায়ণে।।

কাষ্ঠকেতুর উপাখ্যান 
শৌনক কহেন মুনি ইচ্ছা হয় আরও শুনি অতঃপর কি হলো বিস্তারে।
সুত বলে  মুনিগণ মন্দিরেতে সে ব্রাহ্মণ ব্রত করে বান্ধব সহকারে। ।
হেনকালে কাঠ লয়ে মন্দিরের পথ দিয়ে কাষ্ঠকেতু যায় নিজঘর।
তৃষ্ণায় কাতর প্রায় কাঠ রাখি বাহিরায় মন্দিরেতে প্রবেশে সত্তর ।।
ব্রত দেখি কাষ্ঠকেতু বলে ব্রত কি হেতু এ ব্রতের ফলে কিবা মেলে।
ব্রাহ্মণ কহিল শোনো সুখ মেলে আগণন ধনধান্য এ ব্রতের ফলে।। 
শুনি হরষিত হয়ে ব্রতের প্রসাদ লয়ে কাষ্ঠকেতু যাইল নগরে।
লভিল প্রচুর ধন কাষ্ঠ হইল কাঞ্চন আনন্দে শ্রীহরিরে ফুকারে।।
গৃহে গিয়া করে ব্রত শর্করা কদলী কত গোধূমচূর্ণের সহিত।
সাথে ঘৃত দুগ্ধ দিয়ে  ব্রতের প্রসাদ লয়ে কাষ্ঠকেতু হরষিত চিত।।
অপার সম্পদ পায় পুত্রপৌত্র রাখি তায় অন্তে যায় বৈকুণ্ঠনগর।
সত্যনারায়ণ কথা অমৃতের সরসতা সুব্রত কয় আনন্দমুখর ।।


লীলাবতী ও কলাবতীর উপাখ্যান 
সুত বলে শুন মুনি আরেক মাহাত্ম্য শুনি উল্কামুখ নামে এক রাজা।
সত্যবাদী জিতেন্দ্রিয় মহাবীর সুপ্রিয় ব্রাহ্মণবৎসল মহাতেজা।।
ভার্যা সহ ব্রত করে সত্যনারায়ণে স্মরে গীতবাদ্য বহু ধুমধামে।
দেখি পুজা সমারোহ বাণিজ্য শকট সহ বণিক এক সেই স্থলে থামে।।
কৌতুহলী সাধুবর দেখে সব অনন্তর বলে দুই হাত জোড় করি। 
কি করহ মহারাজ এ ব্রতের কিবা কাজ বলহ আমারে বিস্তারি।।
রাজা বলে শুন শুন  সাধুর তণয় ।
এই ব্রত হতে মোর ভাগ্যের উদয় ।।
সত্যনারায়ণ বরে দুঃখ গেছে দূর।
 পুত্রপৌত্র ধনধান্য হয়েছে প্রচুর।।
শুনি সাধু বলে রাজা মুই নিঃসন্তান।
পুত্র হেতু করিব ব্রত বলহ বিধান।।
বিধান লইয়া সাধু গেল নিজ ঘরে।
একনিষ্ঠ হয়ে সত্যনারায়ণে স্মরে।।
গৃহে আসি সাধুবরে ভার্য্যা সনে বিস্তারে সত্যনারায়ণ ব্রতকথা।
শুনি ভার্য্যা  লীলাবতী  হরিপদে  রাখি মতি বলে এ সুখের বারতা।।
নিশ্চয় করিব ব্রত পুত্রকন্যা মনোমত হয় যদি নারায়ণ বরে।
সংকল্প করিবা ফলে গর্ভ তার উপজিলে আনন্দে মাতয়ে সাধুবরে।।
কন্যা নামে কলাবতী জনমিল যেন রতি সুধাকর যেন ধরাতলে।
কন্যা পেয়ে সাধুবর হরষিত অন্তর সত্যনারায়ণে গেল ভুলে।।
কন্যা বাড়ে শশিকলা যথাকালে বিভা দিলা ভুলিয়া সত্যনারায়ণ।
জামাতা লয়ে সাধুরায় হরষে বাণিজ্য যায় চন্দ্রকেতু রাজার সদন।।
রাত্রিকালে চোর আসি রাজার আলয়ে পশি চুরি করে সোনার কঙ্কন।
চোরে দেখি সাধু ধায় রাজসৈন্য পিছে তায়  চোর তাহে আতঙ্কিত মন।।
সোনার কঙ্কনজোড়া সাধু হাতে দিয়ে চোরা পথিমধ্যে হইল অদর্শন ।
রাজসৈন্য এসে ধরে কঙ্কন হাতে সাধুবরে বলে কোথা যাইবি এখন।।
জামাতা শ্বশুর উভে বন্দি করি সৈন্য সবে চন্দ্রকেতু সদনেতে যায়।
কোপে রাজা বলে দোহে বন্দি রাখ কারাগৃহে এ অন্যায় আর নাহি সয়।।
না ফিরিল সাধুবর সপ্তডিঙা মধুকর গৃহ হল অলক্ষ্মী আলয়।
অন্ন লাগি কলাবতী দ্বারে দ্বারে ফেরে নিতি  এ দুখ্ আর নাহি সয়।।
একদা প্রদোষকালে কি জানি দৈবের বলে এক গৃহে গেল কলাবতী।
সত্যনারায়ণ ব্রত করে তথা লোক কত দেখিয়া হইল তার প্রীতি ।।
করে ব্রত সেইক্ষণ হয়ে হরষিত মন প্রসাদ লয়ে ঘরে ফিরে যায় ।
চন্দ্রকেতু ঘুমঘোরে সত্যনারায়ণে হেরে কহে দেব শুন রাজারায়।। 
বন্দি আছে সাধুবর তারে অগ্রে মুক্ত কর দাও তারে ধনরত্ন মণি ।
রাজা কহে জোড় কর হে দেব পরমেশ্বর আজ্ঞা তব শিরোধার্য মানি।।
সাধুবর মুক্ত হয়ে ধনধান্য জামাতা লয়ে প্রবেশিল আসি নিজ গ্রামে। 
হয়ে হরষিত মন স্মরে সত্যনারায়ণ ব্রত করে মহা ধুমধামে।
ব্রাহ্মণে দক্ষিণা দেয় নারায়ণ কথা গায় ভোজন করায় যতজনে।
সত্যনারায়ণ কথা কলাবতীর গাথা সুব্রত ভণে হরষিত মনে।।

তুঙ্গধ্বজ রাজার উপাখ্যান 
সূত বলে শুন মুনি তুঙ্গধ্বজ রাজা জানি মহাবীর ন্যায়পরায়ণ।
মৃগয়া করিবা তরে বনমধ্যে গিয়া হেরে ব্রত করে যত গোপগন।।
তুঙ্গধ্বজ অহঙ্কারে নারায়ণে নাহি স্মরে নাহি লয় পুজার প্রসাদে।
বলে রাজা কিবা লাভ মোর আছে কি অভাব আলোর অভাব কিবা চাঁদে।।
নারায়ণ কোপে পড়ি রাজ্য নাশে জ্বলে পুরী তুঙ্গধ্বজ ভাসে অশ্রুজলে।
বলে রাজা মোর পাপে  সত্যনারায়ণ শাপে রাজ্যপাট সব নিল কালে।। 
অনুতপ্ত তুঙ্গধ্বজে সত্যনারায়ণে পুজে গিয়া বনে গোয়ালা সহিতে।
নষ্টরাজ্য ফিরে পায় ধনধান্যে ভরে যায় অন্তকালে যায় বৈকুণ্ঠেতে।।
সত্যনারায়ণ কথা যেন অমৃতের স্রোতা সুব্রত গায় আনন্দাভিরাম ।
হয়ে হরষিত মন বলো সত্যনারায়ণ এইখানে পাঁচালি বিরাম।।
-শুভমস্তু-

শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

বিষ্ণুর ষোড়শ নাম

শ্রীশ্রী বিষ্ণুর ষোড়শ নাম স্তোত্রঃ 

ঔষধে চিন্তয়েদ্ বিষ্ণুং ভোজনে চ জনার্দনম্ l 
শয়নে পদ্মনাভঞ্চ বিবাহে চ প্রজাপতিম্ ll১ll
যুদ্ধে চক্রধরং দেবং প্রবাসে চ ত্রিবিক্রমম্ l
নারায়ণং তনুত্যাগে শ্রীধরং প্রিয়সঙ্গমে ll২ll
দুঃস্বপ্নে স্মর গোবিন্দং সঙ্কটে মধুসূদনম্ l
কাননে নরসিংহঞ্চ পাবকে জলশায়িনম্ ll৩ll
জলমধ্যে বরাহঞ্চ পর্বতে রঘুনন্দনম্ l
গমনে বামনঞ্চৈব সর্বকার্যেষু মাধবম্ ll৪ll
ষোড়শৈতানি নামানি প্রাতরুত্থায় যঃ পঠেৎ l
সর্বপাপবিনির্মুক্তো  বিষ্ণুলোকং স গচ্ছতি ll৫ll 

অর্থাৎ - শ্রীবিষ্ণুর ১৬টি রূপ এবং কখন কাকে স্মরণ করবেন:

 ঔষধ সেবনকালে "বিষ্ণুকে" স্মরণ করুন, ভোজনকালে "জনার্দনকে" স্মরণ করুন, শয়নকালে "পদ্মনাভকে" স্মরণ করুন, বিবাহে "প্রজাপতিকে" স্মরণ করুন , যুদ্ধে "চক্রধরদেবকে" স্মরণ করুন, প্রবাসকালে (বিদেশে বাসের সময় ) "ত্রিবিক্রমকে" স্মরণ করুন, দেহত্যাগের সময় "নারায়ণকে" স্মরণ করুন, প্রিয়জনের সঙ্গমে (দেখা হলে) "শ্রীধরকে" স্মরণ করুন, দুঃস্বপ্ন দর্শনে স্মরণ করুন "গোবিন্দকে", সঙ্কটকালে "মধুসূদনকে" স্মরণ করুন, কানন (বাগান ও বন ) মাঝে "নরসিংহকে" স্মরণ করুন, পাবকে (অগ্নি মধ্যে ) আটকে পড়লে "জলসায়ীকে" স্মরণ করুন, জলমধ্যে "বরাহকে" স্মরণ করুন, পর্বতে "রঘুনন্দন" (রাম) স্মরণ করুন, গমনে (কোথাও বেরোনোর সময়) "বামনকে" স্মরণ করুন, এছাড়া সকল কাজে "মাধবকে" স্মরণ করুন I এই ১৬টি নাম প্রাতে উঠে যে কেউ পাঠ করে, সে সব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত করবে অন্তিমে। 

সোমবার, ২৮ জুলাই, ২০২৫

পার্বতীবল্লভ অষ্টকম


নমো ভূতনাথং নমো দেবদেবং
নমঃ কালকালং নমো দিব্যতেজম্ ।
নমঃ কামভস্মং নমঃ শাংতশীলং
ভজে পার্বতীবল্লভং নীলকংঠম্ ॥ 1 ॥

সদা তীর্থসিদ্ধং সদা ভক্তরক্ষং
সদা শৈবপূজ্য়ং সদা শুভ্রভস্মম্ ।
সদা ধ্য়ানয়ুক্তং সদা জ্ঞানতল্পং
ভজে পার্বতীবল্লভং নীলকংঠম্ ॥ 2 ॥

শ্মশানে শয়ানং মহাস্থানবাসং
শরীরং গজানাং সদা চর্মবেষ্টম্ ।
পিশাচাদিনাথং পশূনাং প্রতিষ্ঠং
ভজে পার্বতীবল্লভং নীলকংঠম্ ॥ 3 ॥

ফণীনাগকংঠে ভুজংগাদ্যনেকং
গলে রুংডমালং মহাবীর শূরম্ ।
কটিব্য়াঘ্রচর্মং চিতাভস্মলেপং
ভজে পার্বতীবল্লভং নীলকংঠম্ ॥ 4 ॥

শিরঃ শুদ্ধগংগা শিবা বামভাগং
বিযদ্দীর্ঘকেশং সদা মাং ত্রিণেত্রম্ ।
ফণীনাগকর্ণং সদা ফালচংদ্রং
ভজে পার্বতীবল্লভং নীলকংঠম্ ॥ 5 ॥

করে শূলধারং মহাকষ্টনাশং
সুরেশং পরেশং মহেশং জনেশম্ ।
ধনেশামরেশং ধ্বজেশং গিরীশং [ধনেশস্যমিত্রং]
ভজে পার্বতীবল্লভং নীলকংঠম্ ॥ 6 ॥

উদাসং সুদাসং সুকৈলাসবাসং
ধরানির্ঝরে সংস্থিতং হ্য়াদিদেবম্ ।
অজং হেমকল্পদ্রুমং কল্পসেব্য়ং
ভজে পার্বতীবল্লভং নীলকংঠম্ ॥ 7 ॥

মুনীনাং বরেণ্য়ং গুণং রূপবর্ণং
দ্বিজৈঃ সংপঠংতং শিবং বেদশাস্ত্রম্ ।
অহো দীনবত্সং কৃপালুং শিবং তং
ভজে পার্বতীবল্লভং নীলকংঠম্ ॥ 8 ॥

সদা ভাবনাথং সদা সেব্যমানং
সদা ভক্তিদেবং সদা পূজ্যমানম্ ।
মহাতীর্থবাসং সদা সেব্যমেকং
ভজে পার্বতীবল্লভং নীলকংঠম্ ॥ 9 ॥

ইতি শ্রীমচ্ছংকরয়োগীংদ্র বিরচিতং পার্বতীবল্লভাষ্টকং নাম নীলকংঠ স্তবঃ।।🙏🙏🙏
ঔঁম নমঃ শিবায়।।🌺🌺🙏🙏

শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

ললিতা সহস্র নাম


 

                     শ্রী ললিতা সহস্র নাম স্তোত্রম্


অস্য শ্রী ললিতা দিব্য সহস্রনাম স্তোত্র মহামংত্রস্য, বশিন্যাদি বাগ্দেবতা ঋষযঃ, অনুষ্টুপ্ ছংদঃ, শ্রী ললিতা পরাভট্টারিকা মহা ত্রিপুর সুংদরী দেবতা, ঐং বীজং, ক্লীং শক্তিঃ, সৌঃ কীলকং, মম ধর্মার্থ কাম মোক্ষ চতুর্বিধ ফলপুরুষার্থ সিদ্ধ্যর্থে ললিতা ত্রিপুরসুংদরী পরাভট্টারিকা সহস্র নাম জপে বিনিযোগঃ

করন্যাসঃ
ঐং অংগুষ্টাভ্যাং নমঃ, ক্লীং তর্জনীভ্যাং নমঃ, সৌঃ মধ্যমাভ্যাং নমঃ, সৌঃ অনামিকাভ্যাং নমঃ, ক্লীং কনিষ্ঠিকাভ্যাং নমঃ, ঐং করতল করপৃষ্ঠাভ্যাং নমঃ

অংগন্যাসঃ
ঐং হৃদযায নমঃ, ক্লীং শিরসে স্বাহা, সৌঃ শিখাযৈ বষট্, সৌঃ কবচায হুং, ক্লীং নেত্রত্রযায বৌষট্, ঐং অস্ত্রাযফট্, ভূর্ভুবস্সুবরোমিতি দিগ্বংধঃ

ধ্যানং
অরুণাং করুণা তরংগিতাক্ষীং ধৃতপাশাংকুশ পুষ্পবাণচাপাম্ ।
অণিমাদিভি রাবৃতাং মযূখৈঃ অহমিত্যেব বিভাবযে ভবানীম্ ॥ 1 ॥

ধ্যাযেত্ পদ্মাসনস্থাং বিকসিতবদনাং পদ্ম পত্রাযতাক্ষীং
হেমাভাং পীতবস্ত্রাং করকলিত লসমদ্ধেমপদ্মাং বরাংগীম্ ।
সর্বালংকারযুক্তাং সকলমভযদাং ভক্তনম্রাং ভবানীং
শ্রী বিদ্যাং শাংতমূর্তিং সকল সুরসুতাং সর্বসংপত্-প্রদাত্রীম্ ॥ 2 ॥

সকুংকুম বিলেপনা মলিকচুংবি কস্তূরিকাং
সমংদ হসিতেক্ষণাং সশরচাপ পাশাংকুশাম্ ।
অশেষ জনমোহিনী মরুণমাল্য ভূষোজ্জ্বলাং
জপাকুসুম ভাসুরাং জপবিধৌ স্মরে দংবিকাম্ ॥ 3 ॥

সিংধূরারুণ বিগ্রহাং ত্রিণযনাং মাণিক্য মৌলিস্ফুর-
ত্তারানাযক শেখরাং স্মিতমুখী মাপীন বক্ষোরুহাম্ ।
পাণিভ্যা মলিপূর্ণ রত্ন চষকং রক্তোত্পলং বিভ্রতীং
সৌম্যাং রত্নঘটস্থ রক্ত চরণাং ধ্যাযেত্পরামংবিকাম্ ॥ 4 ॥

লমিত্যাদি পংচপূজাং বিভাবযেত্

লং পৃথিবী তত্ত্বাত্মিকাযৈ শ্রী ললিতাদেব্যৈ গংধং পরিকল্পযামি
হং আকাশ তত্ত্বাত্মিকাযৈ শ্রী ললিতাদেব্যৈ পুষ্পং পরিকল্পযামি
যং বাযু তত্ত্বাত্মিকাযৈ শ্রী ললিতাদেব্যৈ ধূপং পরিকল্পযামি
রং বহ্নি তত্ত্বাত্মিকাযৈ শ্রী ললিতাদেব্যৈ দীপং পরিকল্পযামি
বং অমৃত তত্ত্বাত্মিকাযৈ শ্রী ললিতাদেব্যৈ অমৃত নৈবেদ্যং পরিকল্পযামি
সং সর্ব তত্ত্বাত্মিকাযৈ শ্রী ললিতাদেব্যৈ তাংবূলাদি সর্বোপচারান্ পরিকল্পযামি

গুরুর্ব্রহ্ম গুরুর্বিষ্ণুঃ গুরুর্দেবো মহেশ্বরঃ ।
গুরুস্সাক্ষাত্ পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ ॥

হরিঃ ওং

শ্রী মাতা, শ্রী মহারাজ্ঞী, শ্রীমত্-সিংহাসনেশ্বরী ।
চিদগ্নি কুংডসংভূতা, দেবকার্যসমুদ্যতা ॥ 1 ॥

উদ্যদ্ভানু সহস্রাভা, চতুর্বাহু সমন্বিতা ।
রাগস্বরূপ পাশাঢ্যা, ক্রোধাকারাংকুশোজ্জ্বলা ॥ 2 ॥

মনোরূপেক্ষুকোদংডা, পংচতন্মাত্র সাযকা ।
নিজারুণ প্রভাপূর মজ্জদ্-ব্রহ্মাংডমংডলা ॥ 3 ॥

চংপকাশোক পুন্নাগ সৌগংধিক লসত্কচা
কুরুবিংদ মণিশ্রেণী কনত্কোটীর মংডিতা ॥ 4 ॥

অষ্টমী চংদ্র বিভ্রাজ দলিকস্থল শোভিতা ।
মুখচংদ্র কলংকাভ মৃগনাভি বিশেষকা ॥ 5 ॥

বদনস্মর মাংগল্য গৃহতোরণ চিল্লিকা ।
বক্ত্রলক্ষ্মী পরীবাহ চলন্মীনাভ লোচনা ॥ 6 ॥

নবচংপক পুষ্পাভ নাসাদংড বিরাজিতা ।
তারাকাংতি তিরস্কারি নাসাভরণ ভাসুরা ॥ 7 ॥

কদংব মংজরীকৢপ্ত কর্ণপূর মনোহরা ।
তাটংক যুগলীভূত তপনোডুপ মংডলা ॥ 8 ॥

পদ্মরাগ শিলাদর্শ পরিভাবি কপোলভূঃ ।
নববিদ্রুম বিংবশ্রীঃ ন্যক্কারি রদনচ্ছদা ॥ 9 ॥

শুদ্ধ বিদ্যাংকুরাকার দ্বিজপংক্তি দ্বযোজ্জ্বলা ।
কর্পূরবীটি কামোদ সমাকর্ষদ্দিগংতরা ॥ 10 ॥

নিজসল্লাপ মাধুর্য বিনির্ভত্সিত কচ্ছপী ।
মংদস্মিত প্রভাপূর মজ্জত্-কামেশ মানসা ॥ 11 ॥

অনাকলিত সাদৃশ্য চুবুক শ্রী বিরাজিতা ।
কামেশবদ্ধ মাংগল্য সূত্রশোভিত কংথরা ॥ 12 ॥

কনকাংগদ কেযূর কমনীয ভুজান্বিতা ।
রত্নগ্রৈবেয চিংতাক লোলমুক্তা ফলান্বিতা ॥ 13 ॥

কামেশ্বর প্রেমরত্ন মণি প্রতিপণস্তনী।
নাভ্যালবাল রোমালি লতাফল কুচদ্বযী ॥ 14 ॥

লক্ষ্যরোমলতা ধারতা সমুন্নেয মধ্যমা ।
স্তনভার দলন্-মধ্য পট্টবংধ বলিত্রযা ॥ 15 ॥

অরুণারুণ কৌসুংভ বস্ত্র ভাস্বত্-কটীতটী ।
রত্নকিংকিণি কারম্য রশনাদাম ভূষিতা ॥ 16 ॥

কামেশ জ্ঞাত সৌভাগ্য মার্দবোরু দ্বযান্বিতা ।
মাণিক্য মকুটাকার জানুদ্বয বিরাজিতা ॥ 17 ॥

ইংদ্রগোপ পরিক্ষিপ্ত স্মর তূণাভ জংঘিকা ।
গূঢগুল্ভা কূর্মপৃষ্ঠ জযিষ্ণু প্রপদান্বিতা ॥ 18 ॥

নখদীধিতি সংছন্ন নমজ্জন তমোগুণা ।
পদদ্বয প্রভাজাল পরাকৃত সরোরুহা ॥ 19 ॥

শিংজান মণিমংজীর মংডিত শ্রী পদাংবুজা ।
মরালী মংদগমনা, মহালাবণ্য শেবধিঃ ॥ 20 ॥

সর্বারুণাঽনবদ্যাংগী সর্বাভরণ ভূষিতা ।
শিবকামেশ্বরাংকস্থা, শিবা, স্বাধীন বল্লভা ॥ 21 ॥

সুমেরু মধ্যশৃংগস্থা, শ্রীমন্নগর নাযিকা ।
চিংতামণি গৃহাংতস্থা, পংচব্রহ্মাসনস্থিতা ॥ 22 ॥

মহাপদ্মাটবী সংস্থা, কদংব বনবাসিনী ।
সুধাসাগর মধ্যস্থা, কামাক্ষী কামদাযিনী ॥ 23 ॥

দেবর্ষি গণসংঘাত স্তূযমানাত্ম বৈভবা ।
ভংডাসুর বধোদ্যুক্ত শক্তিসেনা সমন্বিতা ॥ 24 ॥

সংপত্করী সমারূঢ সিংধুর ব্রজসেবিতা ।
অশ্বারূঢাধিষ্ঠিতাশ্ব কোটিকোটি ভিরাবৃতা ॥ 25 ॥

চক্ররাজ রথারূঢ সর্বাযুধ পরিষ্কৃতা ।
গেযচক্র রথারূঢ মংত্রিণী পরিসেবিতা ॥ 26 ॥

কিরিচক্র রথারূঢ দংডনাথা পুরস্কৃতা ।
জ্বালামালিনি কাক্ষিপ্ত বহ্নিপ্রাকার মধ্যগা ॥ 27 ॥

ভংডসৈন্য বধোদ্যুক্ত শক্তি বিক্রমহর্ষিতা ।
নিত্যা পরাক্রমাটোপ নিরীক্ষণ সমুত্সুকা ॥ 28 ॥

ভংডপুত্র বধোদ্যুক্ত বালাবিক্রম নংদিতা ।
মংত্রিণ্যংবা বিরচিত বিষংগ বধতোষিতা ॥ 29 ॥

বিশুক্র প্রাণহরণ বারাহী বীর্যনংদিতা ।
কামেশ্বর মুখালোক কল্পিত শ্রী গণেশ্বরা ॥ 30 ॥

মহাগণেশ নির্ভিন্ন বিঘ্নযংত্র প্রহর্ষিতা ।
ভংডাসুরেংদ্র নির্মুক্ত শস্ত্র প্রত্যস্ত্র বর্ষিণী ॥ 31 ॥

করাংগুলি নখোত্পন্ন নারাযণ দশাকৃতিঃ ।
মহাপাশুপতাস্ত্রাগ্নি নির্দগ্ধাসুর সৈনিকা ॥ 32 ॥

কামেশ্বরাস্ত্র নির্দগ্ধ সভংডাসুর শূন্যকা ।
ব্রহ্মোপেংদ্র মহেংদ্রাদি দেবসংস্তুত বৈভবা ॥ 33 ॥

হরনেত্রাগ্নি সংদগ্ধ কাম সংজীবনৌষধিঃ ।
শ্রীমদ্বাগ্ভব কূটৈক স্বরূপ মুখপংকজা ॥ 34 ॥

কংঠাধঃ কটিপর্যংত মধ্যকূট স্বরূপিণী ।
শক্তিকূটৈক তাপন্ন কট্যথোভাগ ধারিণী ॥ 35 ॥

মূলমংত্রাত্মিকা, মূলকূট ত্রয কলেবরা ।
কুলামৃতৈক রসিকা, কুলসংকেত পালিনী ॥ 36 ॥

কুলাংগনা, কুলাংতঃস্থা, কৌলিনী, কুলযোগিনী ।
অকুলা, সমযাংতঃস্থা, সমযাচার তত্পরা ॥ 37 ॥

মূলাধারৈক নিলযা, ব্রহ্মগ্রংথি বিভেদিনী ।
মণিপূরাংত রুদিতা, বিষ্ণুগ্রংথি বিভেদিনী ॥ 38 ॥

আজ্ঞা চক্রাংতরালস্থা, রুদ্রগ্রংথি বিভেদিনী ।
সহস্রারাংবুজা রূঢা, সুধাসারাভি বর্ষিণী ॥ 39 ॥

তটিল্লতা সমরুচিঃ, ষট্-চক্রোপরি সংস্থিতা ।
মহাশক্তিঃ, কুংডলিনী, বিসতংতু তনীযসী ॥ 40 ॥

ভবানী, ভাবনাগম্যা, ভবারণ্য কুঠারিকা ।
ভদ্রপ্রিযা, ভদ্রমূর্তি, র্ভক্তসৌভাগ্য দাযিনী ॥ 41 ॥

ভক্তিপ্রিযা, ভক্তিগম্যা, ভক্তিবশ্যা, ভযাপহা ।
শাংভবী, শারদারাধ্যা, শর্বাণী, শর্মদাযিনী ॥ 42 ॥

শাংকরী, শ্রীকরী, সাধ্বী, শরচ্চংদ্রনিভাননা ।
শাতোদরী, শাংতিমতী, নিরাধারা, নিরংজনা ॥ 43 ॥

নির্লেপা, নির্মলা, নিত্যা, নিরাকারা, নিরাকুলা ।
নির্গুণা, নিষ্কলা, শাংতা, নিষ্কামা, নিরুপপ্লবা ॥ 44 ॥

নিত্যমুক্তা, নির্বিকারা, নিষ্প্রপংচা, নিরাশ্রযা ।
নিত্যশুদ্ধা, নিত্যবুদ্ধা, নিরবদ্যা, নিরংতরা ॥ 45 ॥

নিষ্কারণা, নিষ্কলংকা, নিরুপাধি, র্নিরীশ্বরা ।
নীরাগা, রাগমথনী, নির্মদা, মদনাশিনী ॥ 46 ॥

নিশ্চিংতা, নিরহংকারা, নির্মোহা, মোহনাশিনী ।
নির্মমা, মমতাহংত্রী, নিষ্পাপা, পাপনাশিনী ॥ 47 ॥

নিষ্ক্রোধা, ক্রোধশমনী, নির্লোভা, লোভনাশিনী ।
নিঃসংশযা, সংশযঘ্নী, নির্ভবা, ভবনাশিনী ॥ 48 ॥

নির্বিকল্পা, নিরাবাধা, নির্ভেদা, ভেদনাশিনী ।
নির্নাশা, মৃত্যুমথনী, নিষ্ক্রিযা, নিষ্পরিগ্রহা ॥ 49 ॥

নিস্তুলা, নীলচিকুরা, নিরপাযা, নিরত্যযা ।
দুর্লভা, দুর্গমা, দুর্গা, দুঃখহংত্রী, সুখপ্রদা ॥ 50 ॥

দুষ্টদূরা, দুরাচার শমনী, দোষবর্জিতা ।
সর্বজ্ঞা, সাংদ্রকরুণা, সমানাধিকবর্জিতা ॥ 51 ॥

সর্বশক্তিমযী, সর্বমংগলা, সদ্গতিপ্রদা ।
সর্বেশ্বরী, সর্বমযী, সর্বমংত্র স্বরূপিণী ॥ 52 ॥

সর্বযংত্রাত্মিকা, সর্বতংত্ররূপা, মনোন্মনী ।
মাহেশ্বরী, মহাদেবী, মহালক্ষ্মী, র্মৃডপ্রিযা ॥ 53 ॥

মহারূপা, মহাপূজ্যা, মহাপাতক নাশিনী ।
মহামাযা, মহাসত্ত্বা, মহাশক্তি র্মহারতিঃ ॥ 54 ॥

মহাভোগা, মহৈশ্বর্যা, মহাবীর্যা, মহাবলা ।
মহাবুদ্ধি, র্মহাসিদ্ধি, র্মহাযোগেশ্বরেশ্বরী ॥ 55 ॥

মহাতংত্রা, মহামংত্রা, মহাযংত্রা, মহাসনা ।
মহাযাগ ক্রমারাধ্যা, মহাভৈরব পূজিতা ॥ 56 ॥

মহেশ্বর মহাকল্প মহাতাংডব সাক্ষিণী ।
মহাকামেশ মহিষী, মহাত্রিপুর সুংদরী ॥ 57 ॥

চতুঃষষ্ট্যুপচারাঢ্যা, চতুষ্ষষ্টি কলামযী ।
মহা চতুষ্ষষ্টি কোটি যোগিনী গণসেবিতা ॥ 58 ॥

মনুবিদ্যা, চংদ্রবিদ্যা, চংদ্রমংডলমধ্যগা ।
চারুরূপা, চারুহাসা, চারুচংদ্র কলাধরা ॥ 59 ॥

চরাচর জগন্নাথা, চক্ররাজ নিকেতনা ।
পার্বতী, পদ্মনযনা, পদ্মরাগ সমপ্রভা ॥ 60 ॥

পংচপ্রেতাসনাসীনা, পংচব্রহ্ম স্বরূপিণী ।
চিন্মযী, পরমানংদা, বিজ্ঞান ঘনরূপিণী ॥ 61 ॥

ধ্যানধ্যাতৃ ধ্যেযরূপা, ধর্মাধর্ম বিবর্জিতা ।
বিশ্বরূপা, জাগরিণী, স্বপংতী, তৈজসাত্মিকা ॥ 62 ॥

সুপ্তা, প্রাজ্ঞাত্মিকা, তুর্যা, সর্বাবস্থা বিবর্জিতা ।
সৃষ্টিকর্ত্রী, ব্রহ্মরূপা, গোপ্ত্রী, গোবিংদরূপিণী ॥ 63 ॥

সংহারিণী, রুদ্ররূপা, তিরোধানকরীশ্বরী ।
সদাশিবানুগ্রহদা, পংচকৃত্য পরাযণা ॥ 64 ॥

ভানুমংডল মধ্যস্থা, ভৈরবী, ভগমালিনী ।
পদ্মাসনা, ভগবতী, পদ্মনাভ সহোদরী ॥ 65 ॥

উন্মেষ নিমিষোত্পন্ন বিপন্ন ভুবনাবলিঃ ।
সহস্রশীর্ষবদনা, সহস্রাক্ষী, সহস্রপাত্ ॥ 66 ॥

আব্রহ্ম কীটজননী, বর্ণাশ্রম বিধাযিনী ।
নিজাজ্ঞারূপনিগমা, পুণ্যাপুণ্য ফলপ্রদা ॥ 67 ॥

শ্রুতি সীমংত সিংধূরীকৃত পাদাব্জধূলিকা ।
সকলাগম সংদোহ শুক্তিসংপুট মৌক্তিকা ॥ 68 ॥

পুরুষার্থপ্রদা, পূর্ণা, ভোগিনী, ভুবনেশ্বরী ।
অংবিকা,ঽনাদি নিধনা, হরিব্রহ্মেংদ্র সেবিতা ॥ 69 ॥

নারাযণী, নাদরূপা, নামরূপ বিবর্জিতা ।
হ্রীংকারী, হ্রীমতী, হৃদ্যা, হেযোপাদেয বর্জিতা ॥ 70 ॥

রাজরাজার্চিতা, রাজ্ঞী, রম্যা, রাজীবলোচনা ।
রংজনী, রমণী, রস্যা, রণত্কিংকিণি মেখলা ॥ 71 ॥

রমা, রাকেংদুবদনা, রতিরূপা, রতিপ্রিযা ।
রক্ষাকরী, রাক্ষসঘ্নী, রামা, রমণলংপটা ॥ 72 ॥

কাম্যা, কামকলারূপা, কদংব কুসুমপ্রিযা ।
কল্যাণী, জগতীকংদা, করুণারস সাগরা ॥ 73 ॥

কলাবতী, কলালাপা, কাংতা, কাদংবরীপ্রিযা ।
বরদা, বামনযনা, বারুণীমদবিহ্বলা ॥ 74 ॥

বিশ্বাধিকা, বেদবেদ্যা, বিংধ্যাচল নিবাসিনী ।
বিধাত্রী, বেদজননী, বিষ্ণুমাযা, বিলাসিনী ॥ 75 ॥

ক্ষেত্রস্বরূপা, ক্ষেত্রেশী, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ পালিনী ।
ক্ষযবৃদ্ধি বিনির্মুক্তা, ক্ষেত্রপাল সমর্চিতা ॥ 76 ॥

বিজযা, বিমলা, বংদ্যা, বংদারু জনবত্সলা ।
বাগ্বাদিনী, বামকেশী, বহ্নিমংডল বাসিনী ॥ 77 ॥

ভক্তিমত্-কল্পলতিকা, পশুপাশ বিমোচনী ।
সংহৃতাশেষ পাষংডা, সদাচার প্রবর্তিকা ॥ 78 ॥

তাপত্রযাগ্নি সংতপ্ত সমাহ্লাদন চংদ্রিকা ।
তরুণী, তাপসারাধ্যা, তনুমধ্যা, তমোঽপহা ॥ 79 ॥

চিতি, স্তত্পদলক্ষ্যার্থা, চিদেক রসরূপিণী ।
স্বাত্মানংদলবীভূত ব্রহ্মাদ্যানংদ সংততিঃ ॥ 80 ॥

পরা, প্রত্যক্চিতী রূপা, পশ্যংতী, পরদেবতা ।
মধ্যমা, বৈখরীরূপা, ভক্তমানস হংসিকা ॥ 81 ॥

কামেশ্বর প্রাণনাডী, কৃতজ্ঞা, কামপূজিতা ।
শৃংগার রসসংপূর্ণা, জযা, জালংধরস্থিতা ॥ 82 ॥

ওড্যাণ পীঠনিলযা, বিংদুমংডল বাসিনী ।
রহোযাগ ক্রমারাধ্যা, রহস্তর্পণ তর্পিতা ॥ 83 ॥

সদ্যঃ প্রসাদিনী, বিশ্বসাক্ষিণী, সাক্ষিবর্জিতা ।
ষডংগদেবতা যুক্তা, ষাড্গুণ্য পরিপূরিতা ॥ 84 ॥

নিত্যক্লিন্না, নিরুপমা, নির্বাণ সুখদাযিনী ।
নিত্যা, ষোডশিকারূপা, শ্রীকংঠার্ধ শরীরিণী ॥ 85 ॥

প্রভাবতী, প্রভারূপা, প্রসিদ্ধা, পরমেশ্বরী ।
মূলপ্রকৃতি রব্যক্তা, ব্যক্তাঽব্যক্ত স্বরূপিণী ॥ 86 ॥

ব্যাপিনী, বিবিধাকারা, বিদ্যাঽবিদ্যা স্বরূপিণী ।
মহাকামেশ নযনা কুমুদাহ্লাদ কৌমুদী ॥ 87 ॥

ভক্তহার্দ তমোভেদ ভানুমদ্-ভানুসংততিঃ ।
শিবদূতী, শিবারাধ্যা, শিবমূর্তি, শ্শিবংকরী ॥ 88 ॥

শিবপ্রিযা, শিবপরা, শিষ্টেষ্টা, শিষ্টপূজিতা ।
অপ্রমেযা, স্বপ্রকাশা, মনোবাচাম গোচরা ॥ 89 ॥

চিচ্ছক্তি, শ্চেতনারূপা, জডশক্তি, র্জডাত্মিকা ।
গাযত্রী, ব্যাহৃতি, স্সংধ্যা, দ্বিজবৃংদ নিষেবিতা ॥ 90 ॥

তত্ত্বাসনা, তত্ত্বমযী, পংচকোশাংতরস্থিতা ।
নিস্সীমমহিমা, নিত্যযৌবনা, মদশালিনী ॥ 91 ॥

মদঘূর্ণিত রক্তাক্ষী, মদপাটল গংডভূঃ ।
চংদন দ্রবদিগ্ধাংগী, চাংপেয কুসুম প্রিযা ॥ 92 ॥

কুশলা, কোমলাকারা, কুরুকুল্লা, কুলেশ্বরী ।
কুলকুংডালযা, কৌল মার্গতত্পর সেবিতা ॥ 93 ॥

কুমার গণনাথাংবা, তুষ্টিঃ, পুষ্টি, র্মতি, র্ধৃতিঃ ।
শাংতিঃ, স্বস্তিমতী, কাংতি, র্নংদিনী, বিঘ্ননাশিনী ॥ 94 ॥

তেজোবতী, ত্রিনযনা, লোলাক্ষী কামরূপিণী ।
মালিনী, হংসিনী, মাতা, মলযাচল বাসিনী ॥ 95 ॥

সুমুখী, নলিনী, সুভ্রূঃ, শোভনা, সুরনাযিকা ।
কালকংঠী, কাংতিমতী, ক্ষোভিণী, সূক্ষ্মরূপিণী ॥ 96 ॥

বজ্রেশ্বরী, বামদেবী, বযোঽবস্থা বিবর্জিতা ।
সিদ্ধেশ্বরী, সিদ্ধবিদ্যা, সিদ্ধমাতা, যশস্বিনী ॥ 97 ॥

বিশুদ্ধি চক্রনিলযা,ঽঽরক্তবর্ণা, ত্রিলোচনা ।
খট্বাংগাদি প্রহরণা, বদনৈক সমন্বিতা ॥ 98 ॥

পাযসান্নপ্রিযা, ত্বক্​স্থা, পশুলোক ভযংকরী ।
অমৃতাদি মহাশক্তি সংবৃতা, ডাকিনীশ্বরী ॥ 99 ॥

অনাহতাব্জ নিলযা, শ্যামাভা, বদনদ্বযা ।
দংষ্ট্রোজ্জ্বলা,ঽক্ষমালাধিধরা, রুধির সংস্থিতা ॥ 100 ॥

কালরাত্র্যাদি শক্ত্যোঘবৃতা, স্নিগ্ধৌদনপ্রিযা ।
মহাবীরেংদ্র বরদা, রাকিণ্যংবা স্বরূপিণী ॥ 101 ॥

মণিপূরাব্জ নিলযা, বদনত্রয সংযুতা ।
বজ্রাধিকাযুধোপেতা, ডামর্যাদিভি রাবৃতা ॥ 102 ॥

রক্তবর্ণা, মাংসনিষ্ঠা, গুডান্ন প্রীতমানসা ।
সমস্ত ভক্তসুখদা, লাকিন্যংবা স্বরূপিণী ॥ 103 ॥

স্বাধিষ্ঠানাংবু জগতা, চতুর্বক্ত্র মনোহরা ।
শূলাদ্যাযুধ সংপন্না, পীতবর্ণা,ঽতিগর্বিতা ॥ 104 ॥

মেদোনিষ্ঠা, মধুপ্রীতা, বংদিন্যাদি সমন্বিতা ।
দধ্যন্নাসক্ত হৃদযা, কাকিনী রূপধারিণী ॥ 105 ॥

মূলা ধারাংবুজারূঢা, পংচবক্ত্রা,ঽস্থিসংস্থিতা ।
অংকুশাদি প্রহরণা, বরদাদি নিষেবিতা ॥ 106 ॥

মুদ্গৌদনাসক্ত চিত্তা, সাকিন্যংবাস্বরূপিণী ।
আজ্ঞা চক্রাব্জনিলযা, শুক্লবর্ণা, ষডাননা ॥ 107 ॥

মজ্জাসংস্থা, হংসবতী মুখ্যশক্তি সমন্বিতা ।
হরিদ্রান্নৈক রসিকা, হাকিনী রূপধারিণী ॥ 108 ॥

সহস্রদল পদ্মস্থা, সর্ববর্ণোপ শোভিতা ।
সর্বাযুধধরা, শুক্ল সংস্থিতা, সর্বতোমুখী ॥ 109 ॥

সর্বৌদন প্রীতচিত্তা, যাকিন্যংবা স্বরূপিণী ।
স্বাহা, স্বধা,ঽমতি, র্মেধা, শ্রুতিঃ, স্মৃতি, রনুত্তমা ॥ 110 ॥

পুণ্যকীর্তিঃ, পুণ্যলভ্যা, পুণ্যশ্রবণ কীর্তনা ।
পুলোমজার্চিতা, বংধমোচনী, বংধুরালকা ॥ 111 ॥

বিমর্শরূপিণী, বিদ্যা, বিযদাদি জগত্প্রসূঃ ।
সর্বব্যাধি প্রশমনী, সর্বমৃত্যু নিবারিণী ॥ 112 ॥

অগ্রগণ্যা,ঽচিংত্যরূপা, কলিকল্মষ নাশিনী ।
কাত্যাযিনী, কালহংত্রী, কমলাক্ষ নিষেবিতা ॥ 113 ॥

তাংবূল পূরিত মুখী, দাডিমী কুসুমপ্রভা ।
মৃগাক্ষী, মোহিনী, মুখ্যা, মৃডানী, মিত্ররূপিণী ॥ 114 ॥

নিত্যতৃপ্তা, ভক্তনিধি, র্নিযংত্রী, নিখিলেশ্বরী ।
মৈত্র্যাদি বাসনালভ্যা, মহাপ্রলয সাক্ষিণী ॥ 115 ॥

পরাশক্তিঃ, পরানিষ্ঠা, প্রজ্ঞান ঘনরূপিণী ।
মাধ্বীপানালসা, মত্তা, মাতৃকা বর্ণ রূপিণী ॥ 116 ॥

মহাকৈলাস নিলযা, মৃণাল মৃদুদোর্লতা ।
মহনীযা, দযামূর্তী, র্মহাসাম্রাজ্যশালিনী ॥ 117 ॥

আত্মবিদ্যা, মহাবিদ্যা, শ্রীবিদ্যা, কামসেবিতা ।
শ্রীষোডশাক্ষরী বিদ্যা, ত্রিকূটা, কামকোটিকা ॥ 118 ॥

কটাক্ষকিংকরী ভূত কমলা কোটিসেবিতা ।
শিরঃস্থিতা, চংদ্রনিভা, ফালস্থেংদ্র ধনুঃপ্রভা ॥ 119 ॥

হৃদযস্থা, রবিপ্রখ্যা, ত্রিকোণাংতর দীপিকা ।
দাক্ষাযণী, দৈত্যহংত্রী, দক্ষযজ্ঞ বিনাশিনী ॥ 120 ॥

দরাংদোলিত দীর্ঘাক্ষী, দরহাসোজ্জ্বলন্মুখী ।
গুরুমূর্তি, র্গুণনিধি, র্গোমাতা, গুহজন্মভূঃ ॥ 121 ॥

দেবেশী, দংডনীতিস্থা, দহরাকাশ রূপিণী ।
প্রতিপন্মুখ্য রাকাংত তিথিমংডল পূজিতা ॥ 122 ॥

কলাত্মিকা, কলানাথা, কাব্যালাপ বিনোদিনী ।
সচামর রমাবাণী সব্যদক্ষিণ সেবিতা ॥ 123 ॥

আদিশক্তি, রমেযা,ঽঽত্মা, পরমা, পাবনাকৃতিঃ ।
অনেককোটি ব্রহ্মাংড জননী, দিব্যবিগ্রহা ॥ 124 ॥

ক্লীংকারী, কেবলা, গুহ্যা, কৈবল্য পদদাযিনী ।
ত্রিপুরা, ত্রিজগদ্বংদ্যা, ত্রিমূর্তি, স্ত্রিদশেশ্বরী ॥ 125 ॥

ত্র্যক্ষরী, দিব্যগংধাঢ্যা, সিংধূর তিলকাংচিতা ।
উমা, শৈলেংদ্রতনযা, গৌরী, গংধর্ব সেবিতা ॥ 126 ॥

বিশ্বগর্ভা, স্বর্ণগর্ভা,ঽবরদা বাগধীশ্বরী ।
ধ্যানগম্যা,ঽপরিচ্ছেদ্যা, জ্ঞানদা, জ্ঞানবিগ্রহা ॥ 127 ॥

সর্ববেদাংত সংবেদ্যা, সত্যানংদ স্বরূপিণী ।
লোপামুদ্রার্চিতা, লীলাকৢপ্ত ব্রহ্মাংডমংডলা ॥ 128 ॥

অদৃশ্যা, দৃশ্যরহিতা, বিজ্ঞাত্রী, বেদ্যবর্জিতা ।
যোগিনী, যোগদা, যোগ্যা, যোগানংদা, যুগংধরা ॥ 129 ॥

ইচ্ছাশক্তি জ্ঞানশক্তি ক্রিযাশক্তি স্বরূপিণী ।
সর্বাধারা, সুপ্রতিষ্ঠা, সদসদ্-রূপধারিণী ॥ 130 ॥

অষ্টমূর্তি, রজাজৈত্রী, লোকযাত্রা বিধাযিনী ।
একাকিনী, ভূমরূপা, নির্দ্বৈতা, দ্বৈতবর্জিতা ॥ 131 ॥

অন্নদা, বসুদা, বৃদ্ধা, ব্রহ্মাত্মৈক্য স্বরূপিণী ।
বৃহতী, ব্রাহ্মণী, ব্রাহ্মী, ব্রহ্মানংদা, বলিপ্রিযা ॥ 132 ॥

ভাষারূপা, বৃহত্সেনা, ভাবাভাব বিবর্জিতা ।
সুখারাধ্যা, শুভকরী, শোভনা সুলভাগতিঃ ॥ 133 ॥

রাজরাজেশ্বরী, রাজ্যদাযিনী, রাজ্যবল্লভা ।
রাজত্-কৃপা, রাজপীঠ নিবেশিত নিজাশ্রিতাঃ ॥ 134 ॥

রাজ্যলক্ষ্মীঃ, কোশনাথা, চতুরংগ বলেশ্বরী ।
সাম্রাজ্যদাযিনী, সত্যসংধা, সাগরমেখলা ॥ 135 ॥

দীক্ষিতা, দৈত্যশমনী, সর্বলোক বশংকরী ।
সর্বার্থদাত্রী, সাবিত্রী, সচ্চিদানংদ রূপিণী ॥ 136 ॥

দেশকালাঽপরিচ্ছিন্না, সর্বগা, সর্বমোহিনী ।
সরস্বতী, শাস্ত্রমযী, গুহাংবা, গুহ্যরূপিণী ॥ 137 ॥

সর্বোপাধি বিনির্মুক্তা, সদাশিব পতিব্রতা ।
সংপ্রদাযেশ্বরী, সাধ্বী, গুরুমংডল রূপিণী ॥ 138 ॥

কুলোত্তীর্ণা, ভগারাধ্যা, মাযা, মধুমতী, মহী ।
গণাংবা, গুহ্যকারাধ্যা, কোমলাংগী, গুরুপ্রিযা ॥ 139 ॥

স্বতংত্রা, সর্বতংত্রেশী, দক্ষিণামূর্তি রূপিণী ।
সনকাদি সমারাধ্যা, শিবজ্ঞান প্রদাযিনী ॥ 140 ॥

চিত্কলা,ঽনংদকলিকা, প্রেমরূপা, প্রিযংকরী ।
নামপারাযণ প্রীতা, নংদিবিদ্যা, নটেশ্বরী ॥ 141 ॥

মিথ্যা জগদধিষ্ঠানা মুক্তিদা, মুক্তিরূপিণী ।
লাস্যপ্রিযা, লযকরী, লজ্জা, রংভাদি বংদিতা ॥ 142 ॥

ভবদাব সুধাবৃষ্টিঃ, পাপারণ্য দবানলা ।
দৌর্ভাগ্যতূল বাতূলা, জরাধ্বাংত রবিপ্রভা ॥ 143 ॥

ভাগ্যাব্ধিচংদ্রিকা, ভক্তচিত্তকেকি ঘনাঘনা ।
রোগপর্বত দংভোলি, র্মৃত্যুদারু কুঠারিকা ॥ 144 ॥

মহেশ্বরী, মহাকালী, মহাগ্রাসা, মহাঽশনা ।
অপর্ণা, চংডিকা, চংডমুংডাঽসুর নিষূদিনী ॥ 145 ॥

ক্ষরাক্ষরাত্মিকা, সর্বলোকেশী, বিশ্বধারিণী ।
ত্রিবর্গদাত্রী, সুভগা, ত্র্যংবকা, ত্রিগুণাত্মিকা ॥ 146 ॥

স্বর্গাপবর্গদা, শুদ্ধা, জপাপুষ্প নিভাকৃতিঃ ।
ওজোবতী, দ্যুতিধরা, যজ্ঞরূপা, প্রিযব্রতা ॥ 147 ॥

দুরারাধ্যা, দুরাদর্ষা, পাটলী কুসুমপ্রিযা ।
মহতী, মেরুনিলযা, মংদার কুসুমপ্রিযা ॥ 148 ॥

বীরারাধ্যা, বিরাড্রূপা, বিরজা, বিশ্বতোমুখী ।
প্রত্যগ্রূপা, পরাকাশা, প্রাণদা, প্রাণরূপিণী ॥ 149 ॥

মার্তাংড ভৈরবারাধ্যা, মংত্রিণী ন্যস্তরাজ্যধূঃ ।
ত্রিপুরেশী, জযত্সেনা, নিস্ত্রৈগুণ্যা, পরাপরা ॥ 150 ॥

সত্যজ্ঞানাঽনংদরূপা, সামরস্য পরাযণা ।
কপর্দিনী, কলামালা, কামধুক্,কামরূপিণী ॥ 151 ॥

কলানিধিঃ, কাব্যকলা, রসজ্ঞা, রসশেবধিঃ ।
পুষ্টা, পুরাতনা, পূজ্যা, পুষ্করা, পুষ্করেক্ষণা ॥ 152 ॥

পরংজ্যোতিঃ, পরংধাম, পরমাণুঃ, পরাত্পরা ।
পাশহস্তা, পাশহংত্রী, পরমংত্র বিভেদিনী ॥ 153 ॥

মূর্তা,ঽমূর্তা,ঽনিত্যতৃপ্তা, মুনি মানস হংসিকা ।
সত্যব্রতা, সত্যরূপা, সর্বাংতর্যামিনী, সতী ॥ 154 ॥

ব্রহ্মাণী, ব্রহ্মজননী, বহুরূপা, বুধার্চিতা ।
প্রসবিত্রী, প্রচংডাঽজ্ঞা, প্রতিষ্ঠা, প্রকটাকৃতিঃ ॥ 155 ॥

প্রাণেশ্বরী, প্রাণদাত্রী, পংচাশত্-পীঠরূপিণী ।
বিশৃংখলা, বিবিক্তস্থা, বীরমাতা, বিযত্প্রসূঃ ॥ 156 ॥

মুকুংদা, মুক্তি নিলযা, মূলবিগ্রহ রূপিণী ।
ভাবজ্ঞা, ভবরোগঘ্নী ভবচক্র প্রবর্তিনী ॥ 157 ॥

ছংদস্সারা, শাস্ত্রসারা, মংত্রসারা, তলোদরী ।
উদারকীর্তি, রুদ্দামবৈভবা, বর্ণরূপিণী ॥ 158 ॥

জন্মমৃত্যু জরাতপ্ত জন বিশ্রাংতি দাযিনী ।
সর্বোপনিষ দুদ্ঘুষ্টা, শাংত্যতীত কলাত্মিকা ॥ 159 ॥

গংভীরা, গগনাংতঃস্থা, গর্বিতা, গানলোলুপা ।
কল্পনারহিতা, কাষ্ঠা, কাংতা, কাংতার্ধ বিগ্রহা ॥ 160 ॥

কার্যকারণ নির্মুক্তা, কামকেলি তরংগিতা ।
কনত্-কনকতাটংকা, লীলাবিগ্রহ ধারিণী ॥ 161 ॥

অজাক্ষয বিনির্মুক্তা, মুগ্ধা ক্ষিপ্রপ্রসাদিনী ।
অংতর্মুখ সমারাধ্যা, বহির্মুখ সুদুর্লভা ॥ 162 ॥

ত্রযী, ত্রিবর্গ নিলযা, ত্রিস্থা, ত্রিপুরমালিনী ।
নিরামযা, নিরালংবা, স্বাত্মারামা, সুধাসৃতিঃ ॥ 163 ॥

সংসারপংক নির্মগ্ন সমুদ্ধরণ পংডিতা ।
যজ্ঞপ্রিযা, যজ্ঞকর্ত্রী, যজমান স্বরূপিণী ॥ 164 ॥

ধর্মাধারা, ধনাধ্যক্ষা, ধনধান্য বিবর্ধিনী ।
বিপ্রপ্রিযা, বিপ্ররূপা, বিশ্বভ্রমণ কারিণী ॥ 165 ॥

বিশ্বগ্রাসা, বিদ্রুমাভা, বৈষ্ণবী, বিষ্ণুরূপিণী ।
অযোনি, র্যোনিনিলযা, কূটস্থা, কুলরূপিণী ॥ 166 ॥

বীরগোষ্ঠীপ্রিযা, বীরা, নৈষ্কর্ম্যা, নাদরূপিণী ।
বিজ্ঞান কলনা, কল্যা বিদগ্ধা, বৈংদবাসনা ॥ 167 ॥

তত্ত্বাধিকা, তত্ত্বমযী, তত্ত্বমর্থ স্বরূপিণী ।
সামগানপ্রিযা, সৌম্যা, সদাশিব কুটুংবিনী ॥ 168 ॥

সব্যাপসব্য মার্গস্থা, সর্বাপদ্বি নিবারিণী ।
স্বস্থা, স্বভাবমধুরা, ধীরা, ধীর সমর্চিতা ॥ 169 ॥

চৈতন্যার্ঘ্য সমারাধ্যা, চৈতন্য কুসুমপ্রিযা ।
সদোদিতা, সদাতুষ্টা, তরুণাদিত্য পাটলা ॥ 170 ॥

দক্ষিণা, দক্ষিণারাধ্যা, দরস্মের মুখাংবুজা ।
কৌলিনী কেবলা,ঽনর্ঘ্যা কৈবল্য পদদাযিনী ॥ 171 ॥

স্তোত্রপ্রিযা, স্তুতিমতী, শ্রুতিসংস্তুত বৈভবা ।
মনস্বিনী, মানবতী, মহেশী, মংগলাকৃতিঃ ॥ 172 ॥

বিশ্বমাতা, জগদ্ধাত্রী, বিশালাক্ষী, বিরাগিণী।
প্রগল্ভা, পরমোদারা, পরামোদা, মনোমযী ॥ 173 ॥

ব্যোমকেশী, বিমানস্থা, বজ্রিণী, বামকেশ্বরী ।
পংচযজ্ঞপ্রিযা, পংচপ্রেত মংচাধিশাযিনী ॥ 174 ॥

পংচমী, পংচভূতেশী, পংচ সংখ্যোপচারিণী ।
শাশ্বতী, শাশ্বতৈশ্বর্যা, শর্মদা, শংভুমোহিনী ॥ 175 ॥

ধরা, ধরসুতা, ধন্যা, ধর্মিণী, ধর্মবর্ধিনী ।
লোকাতীতা, গুণাতীতা, সর্বাতীতা, শমাত্মিকা ॥ 176 ॥

বংধূক কুসুম প্রখ্যা, বালা, লীলাবিনোদিনী ।
সুমংগলী, সুখকরী, সুবেষাড্যা, সুবাসিনী ॥ 177 ॥

সুবাসিন্যর্চনপ্রীতা, শোভনা, শুদ্ধ মানসা ।
বিংদু তর্পণ সংতুষ্টা, পূর্বজা, ত্রিপুরাংবিকা ॥ 178 ॥

দশমুদ্রা সমারাধ্যা, ত্রিপুরা শ্রীবশংকরী ।
জ্ঞানমুদ্রা, জ্ঞানগম্যা, জ্ঞানজ্ঞেয স্বরূপিণী ॥ 179 ॥

যোনিমুদ্রা, ত্রিখংডেশী, ত্রিগুণাংবা, ত্রিকোণগা ।
অনঘাদ্ভুত চারিত্রা, বাংছিতার্থ প্রদাযিনী ॥ 180 ॥

অভ্যাসাতি শযজ্ঞাতা, ষডধ্বাতীত রূপিণী ।
অব্যাজ করুণামূর্তি, রজ্ঞানধ্বাংত দীপিকা ॥ 181 ॥

আবালগোপ বিদিতা, সর্বানুল্লংঘ্য শাসনা ।
শ্রী চক্ররাজনিলযা, শ্রীমত্ত্রিপুর সুংদরী ॥ 182 ॥

শ্রী শিবা, শিবশক্ত্যৈক্য রূপিণী, ললিতাংবিকা ।
এবং শ্রীললিতাদেব্যা নাম্নাং সাহস্রকং জগুঃ ॥ 183 ॥

॥ ইতি শ্রী ব্রহ্মাংডপুরাণে, উত্তরখংডে, শ্রী হযগ্রীবাগস্ত্য সংবাদে, শ্রীললিতারহস্যনাম শ্রী ললিতা রহস্যনাম সাহস্রস্তোত্র কথনং নাম দ্বিতীযোঽধ্যাযঃ ॥

সিংধূরারুণ বিগ্রহাং ত্রিণযনাং মাণিক্য মৌলিস্ফুর-
ত্তারানাযক শেখরাং স্মিতমুখী মাপীন বক্ষোরুহাম্ ।
পাণিভ্যা মলিপূর্ণ রত্ন চষকং রক্তোত্পলং বিভ্রতীং
সৌম্যাং রত্নঘটস্থ রক্ত চরণাং ধ্যাযেত্পরামংবিকাম্ ॥