শ্রীশ্রী বিষ্ণুর ষোড়শ নাম স্তোত্রঃ
ঔষধে চিন্তয়েদ্ বিষ্ণুং ভোজনে চ জনার্দনম্ l
শয়নে পদ্মনাভঞ্চ বিবাহে চ প্রজাপতিম্ ll১ll
যুদ্ধে চক্রধরং দেবং প্রবাসে চ ত্রিবিক্রমম্ l
নারায়ণং তনুত্যাগে শ্রীধরং প্রিয়সঙ্গমে ll২ll
দুঃস্বপ্নে স্মর গোবিন্দং সঙ্কটে মধুসূদনম্ l
কাননে নরসিংহঞ্চ পাবকে জলশায়িনম্ ll৩ll
জলমধ্যে বরাহঞ্চ পর্বতে রঘুনন্দনম্ l
গমনে বামনঞ্চৈব সর্বকার্যেষু মাধবম্ ll৪ll
ষোড়শৈতানি নামানি প্রাতরুত্থায় যঃ পঠেৎ l
সর্বপাপবিনির্মুক্তো বিষ্ণুলোকং স গচ্ছতি ll৫ll
অর্থাৎ - শ্রীবিষ্ণুর ১৬টি রূপ এবং কখন কাকে স্মরণ করবেন:
ঔষধ সেবনকালে "বিষ্ণুকে" স্মরণ করুন, ভোজনকালে "জনার্দনকে" স্মরণ করুন, শয়নকালে "পদ্মনাভকে" স্মরণ করুন, বিবাহে "প্রজাপতিকে" স্মরণ করুন , যুদ্ধে "চক্রধরদেবকে" স্মরণ করুন, প্রবাসকালে (বিদেশে বাসের সময় ) "ত্রিবিক্রমকে" স্মরণ করুন, দেহত্যাগের সময় "নারায়ণকে" স্মরণ করুন, প্রিয়জনের সঙ্গমে (দেখা হলে) "শ্রীধরকে" স্মরণ করুন, দুঃস্বপ্ন দর্শনে স্মরণ করুন "গোবিন্দকে", সঙ্কটকালে "মধুসূদনকে" স্মরণ করুন, কানন (বাগান ও বন ) মাঝে "নরসিংহকে" স্মরণ করুন, পাবকে (অগ্নি মধ্যে ) আটকে পড়লে "জলসায়ীকে" স্মরণ করুন, জলমধ্যে "বরাহকে" স্মরণ করুন, পর্বতে "রঘুনন্দন" (রাম) স্মরণ করুন, গমনে (কোথাও বেরোনোর সময়) "বামনকে" স্মরণ করুন, এছাড়া সকল কাজে "মাধবকে" স্মরণ করুন I এই ১৬টি নাম প্রাতে উঠে যে কেউ পাঠ করে, সে সব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত করবে অন্তিমে।