About us

সোমবার, ১৮ অক্টোবর, ২০২১

অষ্টলক্ষ্মী

      

( আরও দেখুন - কোজাগরী লক্ষীপুজা, * লক্ষ্মী দেবীর ব্রতকথা
           মা লক্ষ্মীর আটটি রূপ। 
  • আদিলক্ষ্মী  বা মহালক্ষ্মী  : এটি লক্ষ্মীর আদিরূপ।  মহর্ষি ভৃগুর কন্যারূপে লক্ষ্মীর অবতার তাই তিনি 'সাগরকন্যা' নামেও পরিচিতা। সমুদ্র মন্থনের সময় এই আদিলক্ষ্মী প্রকটিত হন এবং শ্রীবিষ্ণুকে স্বামী হিসেবে বরণ করে নেন। 
  • ধনলক্ষ্মী : এই লক্ষ্মী অর্থ ও স্বর্ণদাত্রী । তিনি সাধককে সকল বৈষয়িক সুখ ও সমৃদ্ধি প্রদান করেন।
  • ধান্যলক্ষ্মী : কৃষিসম্পদদাত্রী লক্ষ্মী, যিনি কৃষকের গৃহে নবান্নে ধান্যলক্ষ্মীরূপে পূজিতা হন। 
  • গজলক্ষ্মী : গবাদি পশু ও হস্তীআদি সম্পদদাত্রী লক্ষ্মী। এছাড়াও এই গবাদিপশু পালন থেকে যে আয় হয়, তাও গজলক্ষ্মীর কৃপা বলে গণ্য করা হয়ে থাকে। গজলক্ষ্মী রাজক্ষমতাও প্রদান করেন। হিন্দু পুরাণ অনুযায়ী, গজলক্ষ্মী দেবরাজ ইন্দ্রকে সমুদ্রগর্ভ থেকে তার হারানো সম্পদ ফিরিয়ে দিয়েছিলেন। এছাড়াও গজ অর্থাৎ হাতিদের দ্বারা পূজিত বলে তিনি গজলক্ষ্মী নামে পরিচিতা ।
  • সন্তানলক্ষ্মী : সন্তানসুখপ্রদায়িত্রী লক্ষ্মী।
  • বীরলক্ষ্মী  বা ধৈর্যলক্ষ্মী : যুদ্ধক্ষেত্রে বীরত্ব এবং জীবনের কঠিন সময়ে সাহস প্রদানকারী লক্ষ্মী হলেন বীরলক্ষ্মী বা ধৈর্যলক্ষ্মী । 
  • বিজয়লক্ষ্মী  বা জয়লক্ষ্মী  : বিজয় প্রদানকারিনী লক্ষ্মী, কেবলমাত্র যুদ্ধক্ষেত্রেই নয়  বরং জীবনের কঠিন সময়ে বাধাবিপত্তি জয় করে সাফল্য অর্জনের ক্ষেত্রেও বিজয়ালক্ষ্মী গুরুত্বপূর্ণ দেবী।
  • বিদ্যালক্ষ্মী : কলা ও বিজ্ঞানের জ্ঞান রূপ ধন প্রদানকারিনী লক্ষ্মী।
  • অষ্টলক্ষ্মী স্তোত্রম্ :-
       আদিলক্ষ্মী
    সুমনসবন্দিত সুন্দরি মাধবি
         চন্দ্র সহোদরি হেমময়ে।
    মুনিগণমণ্ডিত মোক্ষপ্রদায়িনী
         মঞ্জুলভাষিণী বেদনুতে ।
    পঙ্কজবাসিনী দেবসুপূজিত
         সদ্গুণবর্ষিণী শান্তিযুতে ।
    জয়জয় হে মধুসূদন কামিনি
         আদিলক্ষ্মি সদা পরিপালয় মাম্ ।।১।।

       ধান্যলক্ষ্মী 
    অহিকলি কল্মষনাশিনী কামিনী
         বৈদিকরূপিণী বেদময়ে ।
    ক্ষীরসমুদ্ভব মঙ্গলরূপিণি
         মন্ত্রনিবাসিনি মন্ত্রনুতে ।
    মঙ্গলদায়িনী অম্বুজবাসিনী
         দেবগণাশ্রিত পাদযুতে .
    জয়জয় হে মধুসূদন কামিনী
         ধান্যলক্ষ্মি সদা পালয মাম্ ।।২।। 

       ধৈর্যলক্ষ্মী 
    জয়বরবর্ণিনী বৈষ্ণবি ভার্গবী
         মন্ত্রস্বরূপিণী মন্ত্রময়ে ।
    সুরগণপূজিত শীঘ্রফলপ্রদ
         জ্ঞানবিকাসিনী শাস্ত্রনুতে ।
    ভবভযহারিণি পাপবিমোচনি
         সাধুজনাশ্রিত পাদযুতে ।
    জয়জয় হে মধুসূদন কামিনী
         ধৈর্যলক্ষ্মি সদা পালয় মাম্ ।।৩।। 

       গজলক্ষ্মী 
    জয়জয় দুর্গতিনাশিনী কামিনী
         সর্বফলপ্রদ শাস্ত্রময়ে ।
    রথগজ তুরগপদাদি সমাবৃত
         পরিজনমণ্ডিত লোকনুতে ।
    হরিহর ব্রহ্ম সুপূজিত সেবিত
         তাপনিবারিণি পাদযুতে।

       জয় জয় হে মধুসূদন কামিনী 
                গজলক্ষ্মি রূপেণ পালয মাম্ ।।৪।।

   সন্তানলক্ষ্মী 
অহিখগ বাহিনী মোহিনী চক্রিণী
     রাগবিবর্ধিনী জ্ঞানময়ে। 
গুণগণবারিধি লোকহিতৈষিণী
     স্বরসপ্ত ভূষিত গাননুতে। 
সকল সুরাসুর দেবমুনীশ্বর
     মানববন্দিত পাদযুতে ।
জয়জয় হে মধুসূদন কামিনি
     সন্তানলক্ষ্মি ত্বং পালয় মাম্ ।।৫।। 

    বিজয়লক্ষ্মী 
জয় কমলাসনী সদ্গতিদায়িনী
     জ্ঞানবিকাসিনী গানময়ে ।
অনুদিনমর্চিত কুঙ্কুমধূসর-
     ভূষিত বাসিত বাদ্যনুতে। 
কনকধরাস্তুতি বৈভব বন্দিত
     শঙ্কর দেশিক মান্য পদে। 
জয়জয় হে মধুসূদন কামিনী
     বিজয়লক্ষ্মি সদা পালয় মাম্ ।।৬।। 

   বিদ্যালক্ষ্মী
প্রণত সুরেশ্বরি ভারতি ভার্গবী
     শোকবিনাশিনী রত্নময়ে
মণিময়ভূষিত কর্ণবিভূষণ
     শান্তিসমাবৃত হাস্যমুখে ।
নবনিধিদায়িনী কলিমলহারিণী
     কামিত ফলপ্রদ হস্তযুতে ।
জয়জয় হে মধুসূদন কামিনী
     বিদ্যালক্ষ্মি সদা পালয় মাম্ ।।৭।। 

   ধনলক্ষ্মী
ধিমিধিমি ধিন্ধিমি ধিন্ধিমি দিন্ধিমী
     দুন্দুভি নাদ সুপূর্ণময়ে। 
ঘুমঘুম ঘুঙ্ঘুম ঘুঙ্ঘুম ঘুঙ্ঘুম
    শঙ্খনিনাদ সুবাদ্যনুতে ।
বেদপুরাণেতিহাস সুপূজিত
     বৈদিকমার্গ প্রদর্শযুতে .
জয়জয় হে মধুসূদন কামিনী
     ধনলক্ষ্মি রূপেণ পালয় মাম্ ।।৮।। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন