বিবেকানন্দ
অনেক যুগ আগে সমাজের প্রপঞ্চ আর বিদেশীর শাসনযন্ত্রে যখন শৃঙ্খলিত দেশ
তখন এসেছিলে তুমি, - জাগিয়েছিলে ঘুমন্ত স্বদেশকে। তুমি ছিলে অগ্নিযুগের অগ্নিপুরুষ।
হে বীর সন্নাসী বিবেকানন্দ তোমায় প্রনাম।
তুমি এসেছিলে হে মহামানব লয়ে জীবনের সার
তোমার দীপ্ত চাহনিতে ছিল দেশের অহঙ্কার।
বেদের মন্ত্র ভুলেছিনু সবে তুমি পড়িয়েছ মনে
তাই আজ সবে উঠে দাঁড়িয়েছি, প্রাপ্য নিয়েছি গুনে।
তুমি বলেছিলে হাঁড়ি মুচি ডোম ব্রাহ্মণ চণ্ডাল
ভাই সব মোর; - আমরা সবাই দিয়েছিনু গালাগাল।
তুমি হেঁসেছিলে, তখন বুঝিনি তোমার কথার মানে ;
আজকে বুঝেছি যখন আমরা জীর্ণ বিভেদ বাণে।
এ দীর্ণ দেশে হে মহামানব তোমারেই প্রয়োজন
তব আদর্শে এ ভারত হোক যৌবন উপবন,
- বার্ধক্যের হোক বারাণসী, শৈশব শিশুশয্যা।
তব আদর্শে মুছেছি আমরা কাপুরুষতার লজ্জ্বা।
হীন লোভ আর কূটিলাবর্তে লাঞ্ছিত দেশবাসী
তব বাণী আজ পারে গো ফেরাতে দূর্ভাগাদের হাঁসি।
বীর সন্নাসী লহ গো প্রনাম, কর গো আশীর্বাদ
এ ভারত যেন পায় পুনরায় নব জীবনের স্বাদ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন