করালবদনী দেবী ত্রিনয়নী মুক্তকেশী কালীকে
চতুর্ভূজা দিগবসনা ভীষণা মুণ্ডমালিকে।
বামে খড়্গ শোনিতে লাল ধৃত হস্তে অসুরভাল
ছিন্ন মুণ্ড ধরি প্রচণ্ড অট্ট অট্ট হাসে কে?
নাশিছে দৈত্য বামকরে ডান হাতে মার স্নেহ ঝরে
অভয়া বরদে স্নেহভরে তারিণী মোক্ষদায়িকে।
মহামেঘশ্যামা বসনহীন দশদিকে তণু করে বিলীন
প্রলয়ে নাচিছে শাসনহীন কে পারে গো তারে রোধিতে?
কর্ণে যুগ্ম শব ভয়াল ঘোরদংষ্ট্রা মুণ্ডমাল
উদ্ধত কুচ অতি বিশাল ত্রিজগতে সুধা ক্ষরিছে।
ঘোররবা ভয়ঙ্করী শ্মশানবাসিনী শঙ্করী
উদিত ভানু সম তারি ত্রিনয়ন, - জগদম্বিকে ।
দশনপাটি অতি বিশাল, আলুলায়িত কেশজাল -
দক্ষিণ পরে লম্বমাল, কালের বক্ষে কালিকে।
ঘোররব করে যত শৃগাল মহাকালী সনে মহাকাল
বিপরীত রতি কি ভীষণ অতি, - জননী জগৎপালিকে।
শতহাসি ঝরে মুখপরে ধ্যায়ে সুব্রত অন্তরে
সকল সিদ্ধি যার বরে নমি সে জননী কালীকে।।